ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা আনিসুর রহমান নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 17, 2025 ইং
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা আনিসুর রহমান নিহত ছবির ক্যাপশন: দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা আনিসুর রহমান নিহত
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আনিসুর রহমান নামে এক জামায়াত নেতা নিহত ও ঘটনাস্থলে থাকা অপর এক পথচারি  আহত হয়েছেন। নিহত আনিসুর রহমান দিনাজপুর শহরের রাজবাড়ী এলাকার বাসিন্দা, ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ও  বেসরকারি উন্নয়ন সংস্থা আল ফালাহ আম'র পরিচালক ছিলেন। 
বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) বিকেলে আনুমানিক ৫টার দিকে দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের সদর উপজেলা লক্ষীতলা বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
বেসরকারি উন্নয়ন সংস্থা আল ফালাহ আম উন্নয়ন সংস্থার কর্মকর্তা মোঃ আয়াস উদ্দীন জানান, আনিসুর রহমানের মোটরসাইকেলযোগে অফিসের কাজে লক্ষীতলা বাজারে আল আম'র শাখা অফিসে গিয়েছিলেন। সেখানে অফিসের কাজ শেষে শহরে ফেরার পথে ঘটনাস্থল লক্ষীতলা বাজারের কাছে একটি দ্রুতগামী ট্রাক পিছন থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায় ও মোটরসাইকেলে থাকা আনিসুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত আনিসুর রহমানকে দিনাজপুর মেডিকেল হাসপাতাল মর্গে ও আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে। 

এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন নবী দিনাজপুরে ট্রাকের  ধাক্কায় একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে নিহতের পরিবারের কেউ মামলা করলে দায়ী ট্রাক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

নিউজটি পোস্ট করেছেন : JomunaTV

প্রিন্ট

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্ক

কুমিল্লায় মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্ক

https://jomunatv.com
তারিখ: 17 Dec, 2025
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা আনিসুর রহমান নিহত