ঢাকা | বঙ্গাব্দ

ব্যবহারকারীর অভিজ্ঞতা সহজ করতে ফেসবুকের নতুন উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 16, 2025 ইং
ব্যবহারকারীর অভিজ্ঞতা সহজ করতে ফেসবুকের নতুন উদ্যোগ ছবির ক্যাপশন: ব্যবহারকারীর অভিজ্ঞতা সহজ করতে ফেসবুকের নতুন উদ্যোগ

বছরের পর বছর মেটাভার্সে বিনিয়োগের পর মেটা এখন আবার ফেসবুকের মূল ফিচারগুলোতে গুরুত্ব দিচ্ছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানায়, বন্ধুদের সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ার এবং মার্কেটপ্লেসকে সামনে রেখে নতুন আপডেট আনা হচ্ছে।

তরুণ ব্যবহারকারীর সংখ্যা কমে যাওয়ায় জেন-জেড প্রজন্মকে ধরে রাখতে ফেসবুক নতুনভাবে ভাবছে। কয়েক মাস আগে কলেজ-কেন্দ্রিক ফিচার চালুর চেষ্টা ব্যর্থ হলেও এবার নজর পড়েছে মার্কেটপ্লেসে। যুক্তরাষ্ট্রে জেন-জেড ব্যবহারকারীদের অর্ধেকের বেশি মার্কেটপ্লেস ব্যবহার করে।

নতুন আপডেটে মার্কেটপ্লেসকে অ্যাপের নিচের নেভিগেশন বারে আনা হচ্ছে। এর পাশে থাকবে রিলস ও ফ্রেন্ডস অপশন। ইনস্টাগ্রামের জনপ্রিয় মডেল অনুসরণ করে ফেসবুকেও বন্ধু-কেন্দ্রিক অভিজ্ঞতা জোরদার করা হচ্ছে।

ছবি দেখার অভিজ্ঞতায় আসছে পরিবর্তন। ছবিতে ডাবল-ট্যাপ করে লাইক করা যাবে, গ্রিড আকারে সাজানো ছবি ফুল-স্ক্রিনে দেখা যাবে। সার্চে যোগ হচ্ছে ইন্টারঅ্যাকটিভ গ্রিড ডিজাইন ও ফুল-স্ক্রিন ভিউয়ার।

স্টোরি ও পোস্ট তৈরি আরও সহজ হবে। মিউজিক যোগ করা, বন্ধু ট্যাগ করা ও অডিয়েন্স সিলেকশন স্পষ্টভাবে দেখা যাবে। কমেন্ট সেকশনে রিপ্লাই সহজ করা, ব্যাজ দৃশ্যমান করা ও পিনিং টুল যুক্ত হচ্ছে। গ্রুপ অ্যাডমিনদের জন্য উন্নত মডারেশন টুলও থাকছে।

প্রোফাইলে যোগ করা যাবে আগ্রহ, শখ ও ভ্রমণ তথ্য। এতে মিল পাওয়া বন্ধুদের সঙ্গে সংযোগ বাড়ানোই লক্ষ্য। ব্যবহারকারীরা চাইলে নতুন পরিবর্তনগুলো বন্ধ রাখতে পারবেন, যাতে বিরক্তি কমে।


নিউজটি পোস্ট করেছেন : JomunaTV

প্রিন্ট

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ
ফ্যাসিস্ট শক্তি আর ফিরবে না: ড. মুহাম্মদ ইউনূস

ফ্যাসিস্ট শক্তি আর ফিরবে না: ড. মুহাম্মদ ইউনূস

https://jomunatv.com
তারিখ: 16 Dec, 2025
ব্যবহারকারীর অভিজ্ঞতা সহজ করতে ফেসবুকের নতুন উদ্যোগ