ঢাকা | বঙ্গাব্দ

শার্শায় বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 17, 2025 ইং
শার্শায় বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান ছবির ক্যাপশন: শার্শায় বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ-
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে যশোরের শার্শা উপজেলায় কাশীপুরে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে  মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহা-পরিচালকের পক্ষ থেকে উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান করেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমেদ।

এর আগে সকাল ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়া সমাধিস্থলে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শ্রদ্ধাঞ্জলি দেন। অনুষ্ঠান শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : JomunaTv

প্রিন্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিনাজপুর শহর আওয়ামী লীগ নেতা একাধিক মামলার পলাতক আসামী শেখ শ

দিনাজপুর শহর আওয়ামী লীগ নেতা একাধিক মামলার পলাতক আসামী শেখ শ

https://jomunatv.com
তারিখ: 17 Dec, 2025
শার্শায় বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান