ঢাকা | বঙ্গাব্দ

সুনামগঞ্জ সদর উপজেলায় টি আর ও কাবিখা প্রকল্পে ১৩৫টি উন্নয়ন কাজ বাস্তবায়ন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 17, 2025 ইং
সুনামগঞ্জ সদর উপজেলায় টি আর ও কাবিখা প্রকল্পে ১৩৫টি উন্নয়ন কাজ বাস্তবায়ন ছবির ক্যাপশন: সুনামগঞ্জ সদর উপজেলায় টি আর ও কাবিখা প্রকল্পে ১৩৫টি উন্নয়ন কাজ বাস্তবায়ন
আমির হোসেন স্টাফ রিপোর্টার ‎ 
‎সুনামগঞ্জ সদর উপজেলায় সরকারের সামাজিক নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় টি আর (টেস্ট রিলিফ) ও কাবিখা প্রকল্পের মাধ্যমে ২০২৫–২০২৬ অর্থবছরে মোট ১৩৫টি উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।এই প্রকল্পগুলোর মাধ্যমে গ্রামীণ রাস্তা সংস্কার, মাটি ভরাট, কালভার্ট মেরামতসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে, যা এলাকার সাধারণ মানুষের চলাচল সহজ করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
‎ সদর উপজেলায় সরকারের সামাজিক নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় টি আর ও কাবিখা প্রকল্পসমূহ সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
‎এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  আবু হাসনাত সরকার বলেন সরকারের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জ সদর উপজেলায় টি আর ও কাবিখা প্রকল্পসমূহ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়ন করা হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে সময়মতো ১৩৫টি প্রকল্প সম্পন্ন করা সম্ভব হয়েছে, যা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
‎তিনি আরও জানান, ভবিষ্যতেও সরকারের উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : JomunaTV

প্রিন্ট

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপির সাবেক সংসদ

গোপালগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপির সাবেক সংসদ

https://jomunatv.com
তারিখ: 17 Dec, 2025
সুনামগঞ্জ সদর উপজেলায় টি আর ও কাবিখা প্রকল্পে ১৩৫টি উন্নয়ন কাজ বাস্তবায়ন