ঢাকা | বঙ্গাব্দ

ফ্যাসিস্ট শক্তি আর ফিরবে না: ড. মুহাম্মদ ইউনূস

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 16, 2025 ইং
ফ্যাসিস্ট শক্তি আর ফিরবে না: ড. মুহাম্মদ ইউনূস ছবির ক্যাপশন: ফ্যাসিস্ট শক্তি আর ফিরবে না: ড. মুহাম্মদ ইউনূস

বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ: ফ্যাসিস্ট শক্তি আর ফিরবে না — ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা, ১৬ ডিসেম্বর — মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসতে পারবে না।”

তিনি দেশবাসীর প্রতি সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, গুজব বা অপপ্রচারে কান না দিতে হবে। যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাদের মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ভাষণে ড. ইউনূস ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে বলেন, নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে লাখো শহিদের আত্মত্যাগে স্বাধীন বাংলাদেশ ও লাল-সবুজের পতাকা অর্জিত হয়েছে। তিনি উল্লেখ করেন, তরুণ সমাজই দেশের সবচেয়ে বড় শক্তি, আর তাদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে দেশও নিরাপদ থাকবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, একটি মহল নির্বাচনকে সামনে রেখে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। তাদের লক্ষ্য নির্বাচন হওয়ার আগেই পরিস্থিতি ঘোলাটে করা। তবে এসব অপচেষ্টা ব্যর্থ হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

তিনি স্পষ্ট করে বলেন, তরুণদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণ দেশের ওপর নিজেদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করবে। নির্বাচনের আগের সময়টুকু আনন্দ ও ঐক্যের মধ্য দিয়েই কাটবে বলে তিনি আশা প্রকাশ করেন।


নিউজটি পোস্ট করেছেন : JomunaTV

প্রিন্ট

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপির সাবেক সংসদ

গোপালগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপির সাবেক সংসদ

https://jomunatv.com
তারিখ: 16 Dec, 2025
ফ্যাসিস্ট শক্তি আর ফিরবে না: ড. মুহাম্মদ ইউনূস