ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুর শহর আওয়ামী লীগ নেতা একাধিক মামলার পলাতক আসামী শেখ শাহ আলম গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 16, 2025 ইং
দিনাজপুর শহর আওয়ামী লীগ নেতা একাধিক মামলার পলাতক আসামী শেখ শাহ আলম গ্রেফতার ছবির ক্যাপশন: দিনাজপুর শহর আওয়ামী লীগ নেতা একাধিক মামলার পলাতক আসামী শেখ শাহ আলম গ্রেফতার
দিনাজপুর শহর আওয়ামী লীগের সহসভাপতি একাধিক মামলার পলাতক আসামী শেখ মোঃ শাহ আলমকে (৩৯) গ্রেফতার করেছে দিনাজপুর ডিবি পুলিশ। 
গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ডিসেম্বর সোমবার রাতে নীলফামারী জেলার সৈয়দপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দিনাজপুর ডিবি পুলিশের একটি দল।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দুপুরে দিনাজপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার শেখ মোঃ শাহ আলম দিনাজপুর শহরের কাঞ্চন কলোনি এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। তিনি সাবেক সিআইপি ছিলেন। 
পুলিশ জানায়, গ্রেফতার শেখ শাহ আলম বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় টেন্ডারবাজি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন। এছাড়া বিগত জুলাই চব্বিশের গণঅভ্যত্থানের সময় রামদা-অস্ত্র হাতে নিয়ে ছাত্র-জনতার উপর আক্রমণ করাসহ বিতর্কিত ভূমিকা পালন করেন যা তৎকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। 
পুলিশ আরো জানায়, গ্রেফতার এড়ানোর জন্য তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পলাতক ও তাদের ফ্যাসিস্ট দোসরদের সাথে যোগাযোগের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করে আসছিল বলে জানা গেছে। তার বিরুদ্ধে হত্যাসহ দিনাজপুর কোতোয়ালি থানায় মোট ৭টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। 
মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেফতার শেখ মোঃ শাহ আলমকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : JomunaTV

প্রিন্ট

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ
তেতুলিয়ায়  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস   যথাযোগ্য মর্যাদায় প

তেতুলিয়ায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় প

https://jomunatv.com
তারিখ: 16 Dec, 2025
দিনাজপুর শহর আওয়ামী লীগ নেতা একাধিক মামলার পলাতক আসামী শেখ শাহ আলম গ্রেফতার